
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) আনুষ্ঠানিকভাবে একটি নতুন নকশার ২০ টাকার নোট চালু করছে। এই নোট হবে মহাত্মা গান্ধী সিরিজের অন্তর্গত। আরবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে নতুন এই ২০ টাকার নোটে বেশ কয়েকটি নতুন বিশেষত্ব থাকবে। ফলে সেগুলি আগের নোটের তুলনায় দেখতে একটু অন্যরকম হবে।
আরবিআই-এর দেওয়া তথ্য অনুসারে, নতুন ২০ টাকার নোটটির রঙ হালকা সবুজ-হলুদ হবে এবং এর পরিমাপ ৬৩ মিমি বাই ১২৯ মিমি হবে। নোটের একদিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইলোরা গুহার একটি ছবি থাকবে, যা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। '২০' সংখ্যাটি উভয় পাশে ফুলের নকশায় মুদ্রিত হবে এবং দেবনাগরী লিপিতে লেখা হবে। নোটটিতে 'আরবিআই', 'ভারত', 'ইন্ডিয়া' এবং '২০' এর মতো প্রয়োজনীয় শনাক্তকারী অক্ষরগুলিও মাইক্রো-লেটারিংয়ে থাকবে।
নোটের সামনের দিক পুরনো ২০ টাকার নোটের মতোই হবে। থাকবে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি, অশোক স্তম্ভের প্রতীক, স্বচ্ছ ভারত লোগো, বিভিন্ন ভারতীয় ভাষায় মূল্যমান প্রদর্শনকারী একটি ভাষা প্যানেল, আরবিআই গভর্নরের স্বাক্ষর, গ্যারান্টি ধারা এবং আরবিআই-য়ের সরকারি প্রতীক। এই উপাদানগুলির লক্ষ্য হল নোটের উন্নত নকশার প্রতি আরবিআইয়ের প্রতিশ্রুতি অনুসারে, সত্যতা এবং সুরক্ষা উভয়ই নিশ্চিত করা।
পুরানো ২০ টাকার নোটগুলির কী হবে? আরবিআই জনসাধারণকে আশ্বস্ত করেছে যে, বিদ্যমান ২০ টাকার নোট যেমন রয়েছে তেমনই থাকবে। এগুলি প্রত্যাহার বা বিমুদ্রাকরণের কোনও পরিকল্পনা নেই।
তাহলে কেন নতুন নোট? এই উদ্যোগটি আরও নিরাপদ এবং উচ্চমানের নোট প্রবর্তনের আরবিআইয়ের বৃহত্তর লক্ষ্যের অংশ। আপডেট করা ২০ টাকার নোটে জাল-বিরোধী ব্যবস্থা উন্নত করা হবে এবং ইলোরা গুহাগুলির মতো নকশা উপাদানগুলির মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে প্রচার করার জন্য আরবিআইয়ের চলমান প্রচেষ্টার অংশ হবে।
নতুন নোটটি আগামী সপ্তাহে ধীরে ধীরে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
ফর্ম-১৬ ছাড়াই আয়কর রিটার্ন দাখিল সম্ভব, জেনে নিন পদ্ধতি
ব্যাঙ্কের কাজ তো করেন, কিন্তু জানেন সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের পার্থক্য?
করোনার প্রভাব শেয়ার বাজারে? থিতু হতে গিয়েও ফের অস্থিরতা, দ্বিধায় বিনিয়োগকারীরা
স্পেশাল ফিক্সড ডিপোজিটে মিলবে বিশেষ অফার, দেখে নিন চারটি ব্যাঙ্কের হিসেব
মাসে সামান্য টাকা বিনিয়োগ করেই অবসরে হতে পারেন ৪ কোটির মালিক, কীভাবে দেখে নিন
৩০ জুন থেকে ইউপিআই নিয়মে বড় পরিবর্তন, গ্রাহকদের বাড়তি সুবিধা কী হবে জেনে নিন
কবে থেকে চালু হবে অষ্টম বেতন কমিশন, দিন গুনছেন সরকারি কর্মচারীরা
আপনার প্যান কার্ড ব্লক করা হয়েছে? সমস্যা এড়াতে কী করণীয়?
আধার ব্যবহার করে মাত্র ১০ মিনিটে মিলবে প্যান কার্ড! তাও বিনামূল্যে, জেনে নিন পদ্ধতি
আরব থেকে সোনা-রূপো আমদানিতে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, দামে কী প্রভাব পড়বে
ভারতের নজর মিউচুয়াল ফান্ডে, দেশের সেরা পাঁচটি শহরে কলকাতার স্থান কত
ব্যাঙ্কের পাসবুক চুরি হয়ে গিয়েছে? কীভাবে করবেন ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন, জানুন শর্তগুলি
মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইউপিআই পেমেন্ট সম্ভব, জেনে নিন কীভাবে
স্বামী-স্ত্রী প্রতি মাসে পাবেন ১০,০০০ টাকা করে পেনশন! জানেন কীভাবে?
সুইপ-ইন এফডি: ফিক্সড ডিপোজিটের মতো সুদ, মিলবে ব্যাঙ্কে টাকা রাখার সব সুবিধা, জানুন বিস্তারিত
বাজারে আসছে নতুন নোট, কী বিশেষত্ব থাকবে জেনে নিন এখনই